১২ নভেম্বর ২০২৪, ১১:৫৫ এএম
পবিত্র কাবা মুসলমানদের আবেগ-অনুভূতি ও ইবাদতের প্রধান কেন্দ্র। আর ‘হাজরে আসওয়াদ’ কাবাঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত একটি পাথরের নাম। আরবি ‘হাজর’ শব্দের অর্থ পাথর আর ‘আসওয়াদ’ শব্দের অর্থ কালো। অর্থাৎ কালো পাথর। ‘হাজরে আসওয়াদ’ বেহেশতের মর্যাদাপূর্ণ একটি পাথর। হজ কিংবা ওমরাহ পালন করতে আসা লাখো মুসলমানরা পাথরটিকে চুম্বন করার জন্য মুখিয়ে থাকেন। হজযাত্রীরা হজ করতে গিয়ে এতে সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন দিয়ে থাকেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |